Print Date & Time : 13 May 2025 Tuesday 2:16 pm

কোরআনের হাফেজ হলেন ডুমুরিয়ার জোবায়ের

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:খুলনার ডুমুরিয়ায় মাত্র ১০মাস ২৬ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন মোঃজোবায়ের হোসেন নামের এক মাদ্রাসা ছাত্র।
সে উপজেলার চুকনগর এলাকার বাসিন্দা ও চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ বিল্লাল হুসাইনের ছেলে ও চুকনগর তারতিলুল কোরআন হিফজ মাদ্রাসা ছাত্র।

চুকনগর তারতিলুল কোরআন হিফজ মাদ্রাসা শিক্ষক মোঃ আবু তালহা শেখ জানায়,মাত্র ১০মাস ২৬দিনে কোরআনের হাফেজ হয়েছেন মোঃ জোবায়ের হোসেন। গত বুধবার ইফতার শেষে তাকে মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি পরানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//