‘ক্যান্ডি স্বাস্থ্য কমানোর ঔষধ’ এরকম একটি অস্বাস্থ্যকর বিজ্ঞাপনের অংশ হওয়ায় চায়নিজ নায়িকা জিং তিয়ান’কে কোটি টাকা জরিমানা করা হয়েছে। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র দ্যা গ্রেট ওয়াল ও আপরাইজিং এর মতো সিনেমায় অভিনয় করা এ অভিনেত্রী ইনফিনিটি ফ্রী নামে একটি প্রতিষ্ঠানের ব্রান্ড এম্বাসেডরও। মালয়েশিয়ার জনপ্রিয় অনলাইন দ্যা স্টার এ খবর প্রকাশ করেছে।
এই কোম্পানির একটি বিজ্ঞাপন চিত্রে দাবি করা হয়েছে তাদের ফল ও সবজি দিয়ে তৈরি ক্যান্ডি শরীরে তেল, চর্বি ও চিনি প্রতিরোধক হিসাবে কাজ করে।
জনপ্রিয় ই-কমার্স সাইট আলি বাবা এবং জেডি ডট কমে’র মতো অনলাইন সপ গুলোতেও প্রদর্শিত হয়েছে ৩৩ বছর বয়স্ক ঐ নায়িকার বিজ্ঞাপন চিত্রটি। যেখানে তাকে খাবার গ্রহণের পর মানুষকে ঐ ক্যান্ডি খেতে উদ্বুদ্ধ করতে দেখা গেছে।
চীনের গুয়ানঝাঁও কর্তৃপক্ষের দাবি ঐ বিজ্ঞাপন চিত্রে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে যা স্পষ্টতই আইন লঙ্ঘন। আর এ কারনেই ৭.২২ মিলিয়ন ইয়ান বা প্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে তারকাদের বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে অংশ নেয়াও পর্যবেক্ষণের মধ্যে আনা হবে বলেও জানানো হয়।
তবে এ ধরনের বিজ্ঞাপন চিত্রের অংশ হওয়ায় জিং তার ভক্ত ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি এ নিয়ে দু:খ প্রকাশ করে লিখেছেন, চুক্তিবদ্ধ হওয়ার সময় তিনি ভোক্তার শরীরে এর খারাপ প্রভাব ফেলতে পারে এমন কিছু চিন্তা করেননি। ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয় সে বিষয়ে আরও সচেতন থাকবেন বলেও লেখেন এ অভিনেত্রী।
জা//দেশতথ্য/০১-০৬-২০২২//১১.৫৮ এএম