Print Date & Time : 24 April 2025 Thursday 10:53 am

ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড কেবলই রাচিনের

ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন টুকটাক ব্যাটিং করতে পারা স্পিনার, সেই রাচিন রবীন্দ্রই ক্রমে হয়ে উঠলেন দাপুটে ব্যাটার। আর পুরোদস্তুর ব্যাটার হিসেবে খেলা শুরু করার পর এমন ফুলই ফোটানো শুরু করলেন, ছাড়িয়ে যেতে থাকলেন অন্য সবাইকে। এই যেমন আজ বুধবার চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করে এমন একটি রেকর্ড গড়লেন, ক্রিকেট ইতিহাসেই যেটি অন্য কারো নেই।

প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে নিজের প্রথম ৫টি সেঞ্চুরির পাঁচটিই আইসিসি ইভেন্টে করলেন রাচিন। তিনি ছাড়িয়ে গেছেন ভারতের শিখর ধাওয়ানকে। ২০২৩ সালে নিজের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন রাচিন। আর চলতি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরির পর আজকে করলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আইসিসি ইভেন্টে ১৩টি ইনিংস খেলে ৫টিতেই সেঞ্চুরি করলেন রাচিন।

নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে একই চ্যাম্পিয়নস ট্রফিতে একাধিক সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রাচিন। বিশ্বে এই তালিকায় আছেন ক্রিস গেইল (৩টি, ২০০৬ সালে), সৌরভ গাঙ্গুলি (২০০০), সাঈদ আনোয়ার (২০০০), হার্শেল গিবস (২০০২), উপুল থারাঙ্গা (২০০৬), শেন ওয়াটসন (২০০৯) ও শিখর ধাওয়ান (২০১৩)।

রাচিন ৫টি সেঞ্চুরি করলেন মাত্র ২৫ বছর ১০৭ দিন বয়সে। নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে এর চেয়ে কম বয়সে ৫টি সেঞ্চুরি করেছেন কেবল কেন উইলিয়ামসন। ২৪ বছর ১৬৫ দিন বয়সে এই রেকর্ড গড়েন উইলিয়ামসন।

ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম ইনিংসে ৫ সেঞ্চুরি

২২- ডেভন কনওয়ে

২৮- রাচিন রবীন্দ্র

৩০- ড্যারিয়েল মিচেল

৫৬- কেন উইলিয়ামসন

৬৪- নাথান অ্যাস্টল

এম/দৈনিক দেশতথ্য//