Print Date & Time : 21 April 2025 Monday 10:55 am

ক্লিন খাজানগর এর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগর সেচ্ছাসেবী সংগঠন ক্লিন খাজানগর এর উদ্যোগে আজ সকালে খাজানগর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে খাজানগর শিশুতলা মোড়ে গিয়ে পরিষ্কার অভিযান শেষ করেন।

এই সময় উপস্থিত ছিলেন ক্লিন খাজানগর এর উপদেষ্টা জহুরুল হক প্রধান বলেন আমাদের খাজানগর বৃহত্তর ২ য়  চাউলের মোকাম। এখানে বিভিন্ন অটো  চাউলের দূষিত পানি জিকি ক্যানাল দিয়ে আমাদের ফসলের জমিতে গিয়ে ফসল উৎপাদন কম হচ্ছে।

আর একটা বিষয় হচ্ছে এই অটো রাইচ মিলের ছাই গিয়ে আমাদের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পড়ে।যার কারণে খাজানগরে বসবাসের অনউপযোগী হয়ে যাচ্ছে। ক্লিন খাজানগর এর সভাপতি মনজুর রহমান শুভ বলেন আমাদের ক্লিন খাজানগরের সংগঠনের উদ্যোগে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি।রাস্তা পাশে নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে।আমরা সাধারণ মানুষ দেরকে সচেতন করছি এবং বিভিন্ন দোকানে নোংরা আবর্জনা ফেলার জন্য পাএ দিতেছি।

সেই পাএ ময়লা আবর্জনা রেখে দেবে আমরা সপ্তাহে একদিন এসে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবো। যেহুতু খাজানগর পৌরসভা এলাকা না যে ময়লা নিয়ে যাবে পৌরসভার গাড়ি। সেহেতু আমরা এই আবর্জনা নিয়ে যাবো। আমরা সকলের সাহায্য সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের খাজানগর কে একটা ক্লিন খাজানগর হিসাবে গড়ে তুলবো।

হা/04/1024 dtbangla