নওগাঁ প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে ১০ ফেব্রয়ারি ঢাকা থেকে ক্লুলেস হত্যা মামলার আসামি ডি এম মামুন (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
মামুনের পিতা-মোঃ লুৎফর রহমান, সাং-বামনসাতা, থানা-মাহাদেবপুর, জেলা-নওগাঁ।
মামলার বিবরণে জানা যায়, গত ২২/১২/২০২৩ ইং তারিখ জৈনক খবির হোসেন এর ছেলে মোঃ গোলাম মোস্তফা (৪২) কে নিজ বাড়ি থেকে ডেকে এনে নওগাঁ জেলার মাহদেবপুর থানাধীন কর্ণপুর মধ্যপাড়া এলাকায় অজ্ঞাত ০২ জন ব্যক্তি চাকু দ্বারা এলোপাথাড়িভাবে আঘাতের কারনে রক্তক্ষরণ হতে থাকে। ঐ সুযোগে খুনিরা রাতে অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে মোঃ গোলাম মোস্তফা‘র চিৎকারে পাশের বাড়ির ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ভ্যানযোগে মাহদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ঘটনায় বাদী হয়ে নিহতের বাবা মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা রুজু করলে আসামী মামুন আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে আসামি মামুন কে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//