পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটে। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফীন।
বুধবার বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন তার নিজস্ব তহবিল থেকে অসহায় পরিবারকে এক লাখ টাকা অর্থ সহযোগিতা প্রদান করেন। এ সময় ইউনিয়ন আ’লীগের নেতাকর্মী ও মিরপুর উপজেলার সাবেক ছাত্র লীগ নেতা শাহিন আলী, ইউপি সদস্যসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় শাহীন আলী জানান, বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার আশেপাশের বাড়ীঘর ও পানবরজে আগুন লাগে। আগুনে আটটি পরিবারের ক্ষতিসাধন হয়। ৫ টি পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলার পোড়াদহ ইউনিয়নের বেলগাছী গ্রামের আমির মির্জাসহ তার বাড়ীর আশেপাশে আটটি পরিবারের বসতবাড়ি সহ আশেপাশের কয়েক বিঘা জমির পানবরজ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে বুধবার দুপুরে বেলগাছীসহ পশ্চিম আহম্মদপুর গ্রামে আগুন লেগে দুই থেকে তিনশো বিঘা পানের বরজ পুড়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১২,২০২৩//

Discussion about this post