Print Date & Time : 21 July 2025 Monday 8:59 pm

ক্ষতিপূরণের টাকা উত্তোলনে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

পায়রা সমুদ্র বন্দরে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ টাকা উত্তোলনে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

আজ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ মঙ্গলবার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মুজিব কিল্লা সংলগ্ন বাজারে এ মানববন্ধন পালন করা হয়।

পায়রা বন্দরে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত মোঃ কবির তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামুন হাওলাদার, ইউপি সদস্য সালমা বেগম, শিক্ষক জসিম মোল্লা প্রমূখ।

এ সময় বক্তারা জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের টাকা উত্তোলনে এল এ অফিস কর্তৃক হয়রানি বন্ধ, বিকল্প কর্মসংস্থান, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও পায়রা বন্দরের উন্নয়ন কর্মকান্ডে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিতের দাবি করেন।

দৈনিক দেশতথ্য//এইচ/