Print Date & Time : 2 July 2025 Wednesday 5:53 am

কয়রায় অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় অপদ্রব্য পুশকৃত ৯২ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক অভিযান পরিচালনা করে উক্ত মাছ জব্দ করেন। যদিও এ সময় মাছের মালিক পালিয়ে যায়।

এ বিষয়ে সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আমিনুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ সকলের উপস্থিতিতে কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//