খুলনার কয়রার দেয়াড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় ২টি বসতঘরসহ ৩টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
ভয়াবহ এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারটি দাবি করেছেন।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার দেয়াড়া গ্রামের বাবলুর রহমানের বসত বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, মাঝ রাতে আগুন আগুন বলে চিৎকার শুনে বাবলুর রহমানের বাড়িতে ছুটে এসে প্রথমেই ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। তবে ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় তারা সম্মিলিত ভাবে কলস ও বালতিতে করে পাশের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের মেশিন কাজ না করায় তারা কিছুই করতে পারেননি বলেও অভিযোগ করেন তারা। এরমধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাবলুর রহমানের ১ টি বসতঘর ও ১ টি রান্নাঘরসহ পার্শ্ববর্তী তার চাচাতো ভাই ফারুক হোসেনের বসতঘরটিও ভস্মীভূত হয়ে যায়।
কয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল আহাদ বলেন, ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। তবে প্রধান সড়ক থেকে ঘটনাস্থল ভেতরে হওয়ায় সেখানে পৌঁছাতে তাদের অনেক সময় অতিবাহিত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখেন সব পুড়ে গেছে। আর পাশের ময়লা পানিতে মোটর সেট করায় পাম্পে ময়লা আটকে যায়। তবে রান্নাঘরের চুলার আগুন থেকে ভয়াবহ এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ//