Print Date & Time : 18 July 2025 Friday 12:12 am

কয়রায় বিদ্যুৎস্পৃষ্টে মৎস্যজীবির মৃত্যু

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেজাপাড়া গ্রামে কৃষি জমিতে ঈদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন সানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের সবুর সানার ছেলে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আছাদুল নামের আর এক মৎস্যজীবি আহত হয়েছে। তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে ইয়াছিন সানা বাড়ির নিচে বিলে মাছ ধরার জন্য যাচ্ছিল। যাওয়ার পথে বরিন মিস্ত্রীর জমিতে ঈদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সে।

সংবাদ পেয়ে এলাকাবাসি তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পর রবিনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এদিকে নিহত ইয়াছিন সানার লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

দৈনিক দেশতথ্য//এইচ/