সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের সাপখালি এলাকায় বন কর্মিরা অভিযান চালিয়ে রান্না করা হরিণের মাংস, ১ টি মাথা, ৪ টি পা ২০০ মিটার হরিণ ধরার ফাঁদ সহ ২ জনকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩ টি নৌকা জব্দ করা হয়।
জানা গেছে গতকাল বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে স্টেশনের অধিনস্থ সুন্দরবনের শাপখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার পার্শ্বেমারী গ্রামের মজিবার গাজী ও ময়নুদ্দীন শেখ।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য //মার্চ ৩১,২০২৩//

Print Date & Time : 22 April 2025 Tuesday 11:36 pm