শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সুন্দরবনের খুলনা রেঞ্জের খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফদের বিশেষ অভিযানে
১৫০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় হরিণ ধরার ফাঁদসহ ২ টি নৌকা
উদ্ধার করা হয়। তবে শিকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বন বিভাগের অভিযানের খবর পেয়ে মাংসসহ নৌকা ফেলে শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির
ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে
সুন্দরবনের মুড়ুলিখাল এলাকা থেকে মাংসসহ নৌকা দু’টি জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। এসময় খাশিটানা বন টহল ফাঁড়ির স্টাফ আশফুজ্জামান ও শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//