Print Date & Time : 1 July 2025 Tuesday 10:16 pm

কয়রায় ৪ গ্রাম প্লাবিত!

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার কয়রায় এক মাস না পেরোতেই কপোতাক্ষ নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে আবারো বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি। শনিবার (১৩ আগস্ট) দুপুরে নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামের অস্থায়ী রিংবাঁধটি ভেঙে ওই ইউনিয়নের অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

সর্বশেষ দফায় দফায় ভাঙনের মুখে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আতংকে রয়েছে উপকূলীয় বিস্তীর্ণ অঞ্চলের মানুষ।

এর আগে, গত ১৭ জুলাই রোববার ভাটির টানে প্রাশ ২শ’ মিটার জায়গাজুড়ে ভাঙ্গন শুরু হলে স্থানীয়রা সেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালায়। কিন্তু ওই দিন দুপুরে জোয়ারের সময় দ্রুত পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে বলেন, বাঁধের ব্যাপারে কর্তৃপক্ষ তেমন কার্যত কোন পদক্ষেপ নেন না। যার ফলে দফায় দফায় ভাঙনের মুখে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তাদের। সর্বশেষ আজ দুপুরে জোয়ারের সময় কপোতাক্ষের পানি বৃদ্ধি পেয়ে বাধঁ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে বলেও জানান তারা।

এব্যাপারে দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর ছালাম খাঁন জানান, আজ দুপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে অস্থায়ী রিংবাঁধটি ভেঙে গিয়ে মুহূর্তেই প্রায় চার/পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে সেখানে স্বেচ্ছাশ্রমে মেরামতের চেষ্টা অব্যহত রয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

দৈনিক দেশতথ্য//এল//