Print Date & Time : 5 July 2025 Saturday 10:07 am

কয়াতে এক ইউপি সদস্যের ফলজ বাগান কাটলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে সিহাব উদ্দিন নামে এক ইউপি সদস্যের ফলজ বাগান কাটার ঘটনা ঘটেছে।

গতকাল রবিবার (২৫ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামের শিহাব মেম্বারের পেয়ারা বাগানের অর্ধশত গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত শিহাব উদ্দিন বলেন, আমি বেশ কয়েক বছর হলো জমি লিজ নিয়ে পেয়ারা চাষ করছি। কিন্তু গতকাল রাত্রে কে বা কারা আমার পেয়ারা বাগানে ঢুকে ৬০ থেকে ৭০টি ফল ধরা পেয়ারা গাছ কেটে নষ্ট করে ফেলেছে।

স্থানীয় বাসিন্দা রিপন জানান, আমি সকালে মাঠে আসি এসে দেখি শিহাব মামার পেয়ারার বাগানের বেশ কিছু পেয়ারা গাছ কারা যেন কেটে ফেলে রেখেছে গেছে। এটা দেখার পরে আমি শিহাব মামাকে জানাই ।
তবে বিষয়টি রাজনৈতিক দন্দ বা পূর্বশত্রুতার জের ধরে একটি মহল করতে পারে বলে ধারনা করা হচ্ছে।

তবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, থানায় জিডি গ্রহণ করা হয়েছে। ফোর্স পাঠানো হয়েছে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।