হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশিত সংবাদ ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংধুনু ওয়াইফাই।
বুধবার বিকেলে খলিসাকুন্ডি রংধুনু ওয়াইফাইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক মেম্বার মোঃ আনারুল।যেখানে উল্লেখ করা হয়,রোমান্স ক্যাবল নেটওয়ার্ক এর আওতাধীন আমাদের রংধুনু ওয়াইফাই খলিসাকুন্ডি এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা সুনামের সাথে পরিচালনা করে আসছে। ইতিমধ্যে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন ও হুমকী ধামকীর মধ্যে পড়তে হচ্ছে। এই হুমকী দাতা গোষ্ঠী হলো একই এলাকার মাইম পপ ইনচার্জ নামে আরও একটি প্রতিষ্ঠানের মালিক
রেজু আহমেদ,মাসুদ রানা,তার পিতা সাবেক মেম্বার রায়হান উদ্দিন ও তার অনুসারীরা।সরকার নির্ধারিত ১০ এমবিপিএস এর ফিস ৫০০ টাকা অথচ সরকারী নিয়মের তোয়ায়াক্কা না করে তারা ৩৫০ টাকা বিল ধার্য করে এলাকায় মাইকিং করে এতে আমাদের ব্যবসার অপূরণীয় ক্ষতি সাধিত হয়। ইতিপূর্ব ৫ এমবিপিএস লাইন দিয়ে গ্রাহকের নিকট হইতে অবৈধ ভাবে ৫৫০ টাকা এবং সংযোগ চার্জ ও ক্যাবল বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।গ্রাহক জিম্মি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং তার নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে গ্রাহকদের ভয়-ভীতি প্রদর্শন কর উক্ত টাকা আদায় করতো তারা। উল্লখ্য যে , রায়হান মেম্বার আওয়ামীলীগ রাজনীতিতে যোগদান করে মাহাবুব উল আলম হানিফকে সোনার নৌকা উপহার দেয় সেই থেকে তার অপকর্ম চলতে থাকে। ইতিপূর্ব তার নিজস্ব বাহিনী দিয়ে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প লুটপাট, খলিশাকুন্ডি বাজারের সরকারি জমি দখল করে বিক্রির অভিযোগ রয়েছে। ইন্টারনেট ক্যাবল নেটওয়ার্ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের এই অপকর্মের কথা জানালে তারা আমাদের উপর উগ্রভাব প্রদর্শন করে, প্রাথমিক ভাবে বিষয়টি মৌখিক ভাবে চললেও শেষ পর্যন্ত তারা আধিপত্য বিস্তার করার জন্য আমাদের শারিরীকি আঘাত করে এবং টুটুলকে প্রান নাশের হুমকি প্রদর্শন করে। টুটুলসহ আমাদের বিরুদ্ধে তারা যে চাঁদাবাজির অপপ্রচার চালিয়ে আসছে এবং সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট, মনগড়া ও ভুল তথ্য দিয়ে যে নিউজ করিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাছি।সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার দাবি করছি।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২৯,২০২৫//