Print Date & Time : 5 May 2025 Monday 11:36 pm

খলিসাকুন্ডি কে,পি,ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ 

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): জাঁকজমকপূর্ণ পরিবেশে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি কে,পি,ডি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৯ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মো.আকবর আলী মালিথা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বিশ্বাস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মালিক মজনু’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. এনামুল হক, খলিসাকুন্ডি প্রেসক্লাবের সভাপতি বাপ্পারাজ হোসেন ইয়ারুল, পিপুলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের এএসআই কার্তিক কুমার বসু,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সহ-সভাপতি মো. আহসান হাবীব লেলিন, খলিসাকুন্ডি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর আহমেদ, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসি’র যুগ্ন সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ফখরুজ্জামান পথিক প্রমুখ। 

পরে স্হানীয় ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৯ মার্চ ২০২৪