কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুইব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সোমবার অনুষ্ঠানের সমাপনী দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
এসময় বিশেষ অতিথি ছিলেন খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন, খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হক, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোদাচ্ছির হোসেন প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ ফেব্রুয়ারি ২০২৩