Print Date & Time : 5 July 2025 Saturday 11:33 am

খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঐতিহ্যবাহী খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ ২০২২ইং) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

এতে ৮৭৫ভোটের মধ্যে ৬১০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে বিকালে সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা করেন, দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার সর্দার আবু সালেক।

এতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন, (প্রথম-২৪০ ভোট), মোঃ এনামুল হক (দ্বিতীয়-২২৩ ভোট), মোঃ মানিক হোসেন (তৃতীয়-২১১ ভোট), মোঃ ইজহারুন ইসলাম (৪র্থ-২১০ভোট) মোঃ রবিউল ইসলাম ও সংরক্ষিত মহিলা সদস্য (১ম-২৪৮ভোট) মোছাঃ শিরিন আক্তার।

দৈনিক দেশতথ্য//এল//