Print Date & Time : 16 May 2025 Friday 3:51 am

খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

মাসুদ রানা জয়, খাগড়াছড়ি :

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় পর্যটকবা‌হি দুই বাসের সংঘ‌র্ষে মনিমা ঘোষ (৬৫) ও প্রীতি বালা (৪৫) না‌মে দুইজন নারী নিহত হ‌য়ে‌ছে।

আজ বুধবার সকাল সা‌ড়ে ১০টায় মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দূঘর্টনা ঘ‌টে। নিহতরা উভয়ই খাগড়াছ‌ড়ি বাজার এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে।

জানা যায়, নওগাঁ থে‌কে সা‌জে‌কের উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আসা যাত্রীবাহী বাস (র‌কি প‌রিবহন ঢাকা‌ মে‌ট্রো- ব -১৫ -৯৬৮১) ও খাগড়াছ‌ড়ি থে‌কে ছে‌ড়ে যাওয়া সা‌জেক প‌রিবহন নামে যাত্রীবাহী পিকআপ চট্ট‌-মে‌ট্রো ন-১১-৫০৬৬ সাপমারা এলাকায় মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে সা‌জেক পরিবহ‌নের ১০-১২ জন যাত্রী আহত হয়। খবর পে‌য়ে স্থানীয়দের সহ‌যো‌গিতায় মা‌টিরাঙ্গা থানা পু‌লিশ আহত‌দের উদ্ধার করে খাগড়াছ‌ড়ি আধুনিক জেলা সদর হাসপাত‌লে ভ‌র্তি করা হয়। প‌রে হাসপাতালের কর্তব্যরত চি‌কিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বা‌স চালক নজরুল ইসলাম‌কে আটক করা হ‌য়ে‌ছে। গা‌ড়ি ২‌টি থানায় হেফাজ‌তে রয়েছে।

মা‌টিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান,পরবর্তী প‌দক্ষেপ গ্রহ‌নে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

দৈনিক দেশতথ্য//এইচ//