Print Date & Time : 20 July 2025 Sunday 12:47 am

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


খাগড়াছড়ির গুইমারায় অংথোই মারমা ওরফে আগুন (৫২) নামে ইউপিডএফ’র স্থানীয় এক সংগঠককে গুলি করে হত্যা করেছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তার বাড়ি উপজেলার বুদুংপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে মুখোশধারী সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্তে নেমেছে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টেম্বর ০২,২০২২//