Print Date & Time : 11 April 2025 Friday 2:55 pm

খাজানগরে বাংলা দেশ ট্রেড ইউনিয়ন সংঘের কর্মী সভা

নিজ সংবাদ
কুষ্টিয়া সদরে বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকাল সাড়ে পাচটায় খাজানগরে ছোট মসজিদ সংলগ্ন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া, বটতৈল ইউনিয়ন শাখার উদ্যোগে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।

গীতিকার আজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলার সংগ্রামী শ্রমিক নেতা পলান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা আব্দুল আলিম,ও আবদুর রহমান।বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য সাফায়েত হোসেন টনেল মোল্লা,ড্রাইভার হযরত আলী,যুগ্ম আহ্বায়ক তোরাব আলী, ওয়াহিদুজ্জামান প্রমূখ।বক্তরা বলেন ‘ ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলে গদীনসীনরা শ্রমিক শ্রেণীর মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে দেয়নি স্বাধীনতার তিপ্পান্ন বছরেও বরং শ্রমিক আন্দোলনের নেতাদের হাত পা বান্ধা ফায়ার (ক্রস ফায়ার) সরকারি বাহিনী দিয়ে চলছে আর নিলজ্জ সরকার প্রধাণ নাচতে নাচতে জেনাভা কনভেনশন সেন্টারে পরিবেশনা করতে যায়!শ্রমের পুঁজি শোষনকারী পুঁজি।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪শে এপ্রিল ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালন ও মহান শ্রমিক দিবস পহেলা মে উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।