Print Date & Time : 5 May 2025 Monday 6:20 pm

খাটের নিচে মিলল ৫ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা থেকে পাঁচ কেজি গাঁজাসহ সাহাব উদ্দিন প্রঃ সাবু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ডের ওয়াহেদ মিয়া পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করছেন শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি মো. মোবারক হোসেন। গ্রেপ্তারকৃত যুবকের বাড়ি শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের মো. নবী হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার খাটের নীচ থেকে বস্তাবন্দি অবস্থায় পাঁচ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার ও নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি মো. মোবারক হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার পর আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক দেশতথ্য///এস//