নওগাঁ প্রতিনিধি :খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে প্রচুর ফসল ফলেছে।বিদেশ থেকে খাদ্য আমদানি প্রয়োজন হবেনা।প্রয়োজন মিটিয়ে আমরা বিদেশে রপ্তানির সম্ভাবনা দেখছি।
শনিবার (৩ জুন) বিকালে বগুড়ার সান্তাহারে সান্তাহার সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) ব্যাবস্থাপকের কার্যালয় ও আনসার ব্যারাক উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, কৃষক বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ফসলের নায্যমূল্য নিশ্চিত করতে ধানের দাম ২৮ টাকার পরিবর্তে ৩০ টাকা নির্ধারণ করেছে।চালের দাম ৪৪ টাকা করেছে। প্রতি বিঘায় এবার ২০-৩০ মন ফসল ফলেছে। সার বিদ্যুতের দাম বাড়ার পরও কৃষক লাভবান হয়েছে।এতে কৃষক ও ভোক্তা সবাই খুশি।
গণমাধ্যম কর্মীদের অপর এক প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকার সাড়ে বারো লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করেছে।শতভাগ চুক্তি হয়েছে।ইতোমধ্যে তিন লাখ পচিশ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে।আশাকরি নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন হবে।
এসময় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী জহিরুল ইসলাম ,বগুড়ার অতিরিক্ত জেলা প্রশিক্ষা দিনেশ সরকার,জেলা খাদ্য নিয়ন্ত্রক নওগাঁ মো: তানভির রহমান ,জেলা খাদ্য নিয়ন্ত্রক বগুড়া কাজী সাইফুদ্দিন অভি ও সান্তাহার সিএসডির ব্যবস্থাপক মো: হারুন উর রশীদ।
এর আগে তিনি সান্তাহার সিএসডির ব্যবস্থাপকের নবনির্মিত কার্যালয় ও নসার ব্যারাক উদ্বোধন করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post