Print Date & Time : 11 September 2025 Thursday 12:15 am

খাপড়াভাঙ্গা নদীতে সাড়ে ৩ কেজির ওজনের ইলিশ

গোফরান পলাশ, কলাপাড়া: বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রবর্তী নদীগুলোতে জাল দিয়ে মাছ ধরছে জেলেরা। এতে আফজাল মাঝি নামের এক জেলের জালে খাপড়াভাঙ্গা নদীতে ধরা পড়লো সাড়ে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ। পরে সেটি আলীপুর মৎস্য বন্দরে ৮৫৭৫ টাকায় বিক্রি করা হয়।

শুক্রবার (১৬ জুন) সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সাগর ফিস নামের আড়তে ৮৫৭৫ টাকায় মাছটি নিলামে কিনে নেন ব্যবসায়ী ফেরদৌস কাজী।

ক্রেতা ফেরদৌস বলেন, সব সময় এত বড় মাছের দেখা মেলে না এই নদীতে। বর্তমানে সাগরে কোন জেলেরা না থাকায় এত বড় মাছ নদীতে আসছে বলে মনে করি আমি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে ৬৫ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে। সমুদ্রে কোন জেলেরা না থাকায় এরকম বড় মাছ গুলো সাগর মোহনা হয়ে নদীতে ঢুকে পড়ছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//