নিজস্ব প্রতিবেদক : মানুষের রোষানলের শিকার হয়ে বিপন্ন ৬টি শিয়াল ছানার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে কুষ্টিয়া শহরের থানা পাড়া পলান বক্স রোডে ভূমি অফিসের পাশে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে শিয়ালগুলোকে হত্যা করা হয়েছে।বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ সহ-সভাপতি ‘দি ফক্স ম্যান’ খ্যাত শাহাবউদ্দিন মিলন বলেন, আমার ১৬ জোড়া শিয়ালের এবার ছানা হয়েছে। কারো দুইটা, কারো চারটা আবার কারো ছয়টা। দলনেতা শেরু বাহিনীর এবার ছয়টি ছানা হয়েছে। মা কাঞ্চি সব সময় ওদের দেখভাল করে।
তিনি আরও জানান, ছানাগুলোকে প্রশিক্ষণ দেয়া চলছিল। সবেমাত্র ওদের নাম রাখা হয়েছে। মা-বাবার সঙ্গে আমার কাছে আসতে শুরু করেছিল ছানাগুলো। তাদের সঙ্গে এভাবেই ভালোবাসার বন্ধন তৈরি হয়। প্রতিবছর এভাবে প্রতিটি বাচ্চাকে প্রশিক্ষণ দিয়ে বড় করা হয় যেন কারো কোনো ক্ষতি না করে, কাউকে কামড় না দেয়। এসমাজে কিছু মানুষ রূপী অমানুষ আছে যাদেরই রোষানলে পড়ে এ ছানাগুলোর জীবন দিতে হলো। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিলে অবলা বাচ্চাগুলো না বুঝে খেয়ে মারা যায়। শেরু আর কাঞ্চি শুধু চেয়ে চেয়ে দেখে সন্তানদের এ মৃত্যু। আর দু’চোখ বেয়ে নীরবে শুধু অশ্রু ঝরে। দি ফক্স ম্যান শাহাবুদ্দিন আরও জানান, ওরা কথা বলতে পারে না। কিন্তু ওদের ভাষা আছে, যে ভাষায় বলতে থাকে তোরা মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছেন আমরা তো সেই কাজে নিয়োজিত। আমাদেরও প্রকৃতিতে বসবাস করার অধিকার আছে, বাঁচার অধিকার আছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও বিবিসিএফের সঙ্গে কথা বলেছি, এমন জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা নিতে হবে।
এ বিষয়ে বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিবিসিএফ সহ-সভাপতি শিয়ালের বন্ধু শাহাবউদ্দিন মিলনের মাধ্যমে আমি জানতে পেরেছি কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে শিয়াল হত্যায় জেল-জরিমানার নজির অনেক আছে। তাই এ ধরনের কাজ না করার জন্য এলাকাবাসীকে সচেতন করতে জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক গণমাধ্যমকর্মী নাব্বির আল নাফিজ বলেন, কুষ্টিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৬টি শিয়াল হত্যা করা হয়েছে। এভাবে মাঝে মাঝে গোটা জেলায় শিয়াল, মেছো বাঘসহ বিভিন্ন ধরনের বিপন্ন বন্যপ্রাণী হত্যা করা হচ্ছে এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অন্য সাধারণ মানুষ বন্যপ্রাণী হত্যা করতে আরও উৎসাহী হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এল//