Print Date & Time : 21 August 2025 Thursday 10:59 am

খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে শিশুসহ নিহত ৯

আন্তজার্তিক ডেস্ক:

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণে নয়জন বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবগ

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এসব কথা জানান।

গভর্নর জানান, রাশিয়ার গোলা বর্ষণে নয়জন বেসামরিক মারা গেছে। এর মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে। শিশুটির বাবাও মারা গেছেন। তবে মা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন বেসামরিক আহত হয়েছেন। খারকিয়েভের তিনটি এলাকায় রুশ বাহিনী এই হামলা চালায়।

তিনি বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলেও অভিযান আরও জোরদার করেছে রুশ সেনারা। এরইমধ্যে অঞ্চলটির ৪০টিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: এএফপি


দৈনিক দেশতথ্য//