বিএনপির চেয়ারপারর্সন, মা মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ যোহর জেলা বিএনপির চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম উল হাসান অপু, আব্দুল মঈদ বাবুল, খন্দকার সামসুজ্জাহিদ, কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমজাদ হোসেন বিদুৎ, সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃসন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের প্রেশ ইমাম মাওলানা আসাদুজামান। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, জনগণকে বাঁচাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। আইনের শাসন, মানবাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে।
গণতান্ত্রিক ভোটাধিকার বাঁচাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। উন্নত চিকিৎসা না দিয়ে বেগম খালেদা জিয়াকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তাদের দায়ভার বহন করতে হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বিএনপি নেতৃবৃন্দ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ আগস্ট ২০২৩

Discussion about this post