Print Date & Time : 24 August 2025 Sunday 6:27 pm

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ



জামালপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২২ নভেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন তারা।
জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন ও শফিকুল ইসলাম খান সজিব এবং জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সু-চিকিৎসার ব্যবস্থার দাবি জানান বক্তারা। আরও বলেন, চিকিৎসার অভাবে যদি বিএনপি চেয়ারপারসনের কিছু হয় তাহলে এর দায় সরকারকেই বহন করতে হবে।