Print Date & Time : 5 July 2025 Saturday 12:23 pm

খুবিতে শনিবার ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা আগামী শনিবার(১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) ‘বি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় রোল নং ৩৩১৬৮৬ থেকে ৩৩৬৬৪৭ পর্যন্ত মোচ ৪ হাজার ৯৬২ জন শিক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ওই দিন সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী-জিরোপয়েন্ট পর্যন্ত সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

এছাড়াও আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এল//