Print Date & Time : 11 May 2025 Sunday 2:06 am

খুবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৫ জুন)
দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অর্থনীতি ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের কাজল মন্ডল নামেরঐ ছাত্রের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার হয়। মৃত কলেজ ছাত্র যশোর জেলায় অভয়নগর উপজেলর পায়রা শমসপুর গ্রামের প্রহল্লদ মন্ডলের ছেলে। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক লাশ উদ্ধারের বিষয়টিনিশ্চিত করেছেন।

পুলিশ ও কাজলের বন্ধুরা জানায়, বিশ্ববিদ্যালয় সংলপ্ন জনৈক রফিকুল ইসলামের ভাড়া বাড়িতে থাকত কাজল মন্ডল। আজ সে বিশ্ববিদ্যালয়ে না যাওয়াতে খোঁজ নিতে বন্ধুরা তার বাসায় গিয়ে দেখে তার মরদেহ ফ্যানের হুকের সাথে ঝুঁলছে। এসময় তারা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌছে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান, আজ দুপুর দেড়টার দিকে ৯৯৯ থেকে ফোন আসলে তারা ঘটনাস্থলে পৌঁছান। সাদা একটি দড়ি ফ্যানের হুকের সাথে ও অপরপ্রান্তে ঝুঁলে ছিল তার মরদেহ। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা সম্ভব হয়নি। লাশ উদ্ধারের পর খুমেক হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সর্বশেষ মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি

দৈনিক দেশতথ্য//এল//