Print Date & Time : 6 July 2025 Sunday 4:18 pm

খুমেক হাসপাতালের ৩ নারী চিকিৎসক তিন দিন যাবত নিখোঁজ

তিন দিন যাবত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ৩ নারী চিকিৎসক নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) থেকে তাদের পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ৩ নারী চিকিৎসকরা হলেন, ডাঃ লুইস, ডাঃ তিশা ও ডাঃ শর্মিষ্ঠা। 

বিএমএ খুলনা ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার (১৮ আগস্ট) সকালে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের উপদেষ্টা ডা. ইউনুস খান তারিমকে আটক করে ঢাকায় নিয়ে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকার সদস্যরা।

ধারণা করা হচ্ছে, নিখোঁজ চিকিৎসকরা ডাঃ তারিমের মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাচিপের একাধিক নেতা জানান, ডাঃ লুইস, ডাঃ তিশা ও ডাঃ শর্মিষ্ঠ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিআইডি তাদেরকেও আটক করে থাকতে পারে বলে জানান স্বাচিপ নেতারা।

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান জানান, বর্তমানে তিনি ছুটিতে রয়েছেন। প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে শুনেছেন তিনি। তবে সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান হাসপাতাল পরিচালক।