শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলি ও মাদকসহ মোঃ বিল্লাল হোসেন এক ব্যাক্তি গ্রেফতার হয়েছেন ।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দৌলতপুর থানাধীন চুনুর বটতলা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানাযায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের এর সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় স্টাফ সহকারী উপ-পরিদর্শক মোঃ আজগর আলী, সিপাই মোঃ হাসানুজ্জামান, খালিদ আল আজাদ, এস এম ফাহাদ হোসেন, ওয়ারলেস অপারেট জহির হোসেন ও গাড়ীচালক মোঃ আলতাফ হোসেন এবং দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএস আই মোঃ হারুনর রশিদ, মোঃ রুহুল আমিন ও মোঃ হাসান মিয়ার সমন্বয়ে একটি রেইডিং পার্টি গঠন করে একাধিক মাদক মামলার আসামী মোঃ বিল্লাল শেখ এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই ভাড়া বাসা থেকে ৮ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাজা গাঁজা, একটি দেশীয় তৈরি শর্টগান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী মোঃ বিল্লাল শেখ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধে ৮ থেকে ৯ টি মামলা রয়েছে।
সর্বশেষ এ খবর প্রকাশের আগে মাদক ব্যবসায়ী বিল্লালের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।