Print Date & Time : 8 August 2025 Friday 6:03 pm

খুলনায় এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

খুলনায় লাইব্রেরীর গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ পাঠক প্রিয় লাইব্রেরীর গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাইব্রেরীর ম্যানেজার শাহাজাহান মোল্লা গোডাউনে রফিকুল ইসলাম মোল্লার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের মানুষ এসে পুলিশকে খবর দেয়।
এরপর পুলিশ এসে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল নামের ওই কর্মচারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ঘটনার তদন্তে রহস্য বেরিয়ে এসেছে। আসামিদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।
তাছাড়া নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। মৃতের পরিবারের সদস্যরা থানায় পৌঁছালে ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

দৈনিক দেশতথ্য//এইচ//