খুলনায় শ্রমিক কৃষক বাঁধো জোট, দুনিয়ার মজদুর এক হও গণ সংগীতের মধ্যে দিয়ে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় হাদিস পার্কে ঐক্য কংগ্রেসের সূচনা হয়।
দুটি দলের একভূতকরণের লক্ষ্যে ও জন গণতান্ত্রিক বিপ্লবের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের শত’ শত নারী পুরুষ কংগ্রেসে যোগ দেয়।
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে।গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, যশোর, সাতক্ষীরা, নড়াইল ও খুলনার দলীয় সমর্থকরা ইতিমধ্যে পৌঁছেছে। বিভিন্ন জেলা থেকে আসা মিছিলকারীরা নছিমন, করিমন, আলম সাধু ও থ্রি উইলারের আইনি বৈধতা চেয়েছে।
আজকের ঐক্য কংগ্রেসকে স্বাগত জানাতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি খুলনার নেতৃবৃন্দ নগরীর হাদিস পার্কে যোগ দিয়েছেন।
এ ব্যাপারে আয়োজকরা বলেছেন, এ বাম দু’ দলের গঠণতন্ত্র, আদর্শ, দর্শন ও অর্থনীতি এক এবং অভিন্ন। ভিন্ন অবস্থানে থেকে সংগঠন দু’টির বিকাশ লাভ হয়নি। সেই লক্ষেই তাদের ঐক্য প্রক্রিয়া।
আজকের ঐক্য কংগ্রেসকে কেন্দ্র করে হাদিস পার্কের প্রধান ফটকে আজিজুর রহমান তোরণ স্থাপন করা হয়েছে। শহীদ মিনারের মূল বেদিতে মঞ্চ স্থাপন হয়েছে। বেলা আড়াইটার উদ্বোধনী পর্বে ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন।
বক্তৃতা করবেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, ৯ বামদলের সমন্বয়ক জাফর হোসেন ও তেল, গ্যাস, খনিজ সম্পদ সংগ্রাম কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।
আগামীকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কাউন্সিল অধিবেশন বসবে বলেও জানান তারা।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০১,২০২২//

Discussion about this post