খুলনায় ঝুলন্ত অবস্থায় স্বপ্নময় সাহা নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে নগরীর মিস্ত্রিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মিস্ত্রিপাড়ার প্রফেসর রোকন উদ্দিন সড়কের সৈয়দ মোফাজ্জল হোসেনের ভাড়াটিয়া সত্যজিৎ সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপ্নময় সাহা সুন্দরবন কলেজের ইকোনমিক্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। ইকোনমিক্স’র একটি সাবজেক্টে খারাপ রেজাল্ট করায় বাবা মা তাকে বকাবকি করে। এরপর পরিবারের সকলের সাথে কথা বন্ধ করে দেয়। মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে দিকে পরিবারের সকলের অজান্তে বাথরুমের শাওয়ারের সাথে গামছা পেচিয়ে আত্মহত্যা করে সে। এর পর ওই রাতেই পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে বাথরুম থেকে লাশ নামিয়ে সকালে পুলিশে খবর দেয়। পুলিশে লাশের সুরাতহাল রির্পোট প্রস্তুত করে মর্গে প্রেরণ করে।
বাড়ির মালিক সৈয়দ মোফাজ্জল হোসেন জানান, রাত সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে তিনি সেখানে উপস্থিত হন। এরপর সবকিছু জেনে সকালে পুলিশে খবর দিয়েছিলেন বলে জানান তিনি।
খুলনা থানার এসআই বধন চন্দ্র বিশ্বাস বলেন, বুধবার সকাল ১০ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান তিনি। লাশটি ফ্লোরে নামানো ছিল। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যার কারণ হিসেবে স্বপ্নের বাবা তাকে বলেছেন রেজাল্ট খারাপ হওয়ায় কয়েকদিন আগে তাকে বকাবকি করা হয়। মূলত ঐ কারণে সে আত্মহত্যা করেছে। সুরাতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৪,২০২২//

Discussion about this post