শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড’র লোহার এ্যাংগেল, জিআই তার ও লোহার রড চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
আটকৃত ফেলু শেখ খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের শিববাড়ি মসজিদপাড়া এলাকার শুকুর শেখের ছেলে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে দৌলতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, খালিশপুরের খুলনা পাওয়া কোম্পানি থেকে কিছু মালামাল চুরি হয়। এঘটনায় প্লান্ট ইনচার্জ মশিউল আজম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপারের নির্দেশে এসআই এম আল মাসুদ ১৩ সেপ্টেম্বর সেনহাটি শিববাড়ি মসজিদ পাড়ার মো: মোজহার মোল্লার ছেলে অপু মোল্লাকে দিঘলিয়া থেকে গ্রেপ্তার করে।
পরে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবান্দি প্রদান করে। সর্বশেষ তার স্বীকারোক্তিতে পুলিশ ফেলু শেখকে গ্রেপ্তার করেছে।
আর//দৈনিক দেশতথ্য//২৬ সেপ্টেম্বর-২০২২

Discussion about this post