Print Date & Time : 10 May 2025 Saturday 11:25 pm

খুলনায় টিসিবির পণ্য বিক্রয় শুরু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রম সারাদেশের ন্যায় খুলনায় শুরু হয়েছে আজ।

সোমবার (১ আগষ্ট) থেকে পর্যায়ক্রমে টিসিবির ভর্তুকি মূল্যে সারা দেশের এক কোটি কার্ডধারী পরিবার  পণ্য কিনতে পারবেন।

টিসিবির পক্ষ থেকে গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, এবার নিম্ন আয়ের পত্যেকটি কার্ডধারী পরিবার সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা ও এক কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি হবে। তবে, শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পেঁয়াজ বিক্রি হবে।

টিসিবি খুলনার আঞ্চলিক প্রধান মোঃ রবিউল মোর্শেদ জানান, জুলাই মাসের ৫ তারিখে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হয়ে যায়। কেন্দ্র থেকে আবারও সূলভমূল্যে টিসিবির পণ্য বিক্রির প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। তবে চিনি, তেল ও ডালের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে পেঁয়াজ।

তিনিবলেন, আজথেকেআগস্টপর্যন্তসিটিকর্পোরেশনের৩২টিওয়ার্ডেরউপকারভোগীরাকার্ডেরমাধ্যমেপণ্যকিনতেপারবেন

টিসিবিরপ্যাকেজমূল্যনির্ধারণকরাহয়েছে৪৪৫টাকা।প্রতিটিপ্যাকেজেথাকবে১৩০টাকায়কেজিডাল, ৪০টাকায়কেজিপেঁয়াজ, ৫৫টাকায়কেজিচিনিএবং২২০টাকায়লিটারতেল

বিক্রিকার্যক্রমসুষ্ঠুভাবেপরিচালনাকরারজন্যসরকারিদপ্তরেরকর্মকর্তারাতদারকিরনিয়োজিতরয়েছেনবলেওজানিয়েছেনতিনি।

আজনগরীরখুলনাসিটিকরপোরেশনএলাকায়, , , , ২৮, ২৯, ৩০৩১নংওয়ার্ডে।আগামীকাল (আগস্ট) , , , , ২৪, ২৫, ২৬২৭নংওয়ার্ডে।আগস্ট, ১০, ১১, ১২, ২০, ২১, ২২২৩নংওয়ার্ডে।আগস্ট১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮১৯নংওয়ার্ডেসূলভমূল্যেটিসিবিরপণ্যবিক্রিয়কার্যক্রমচলবে

আর//দৈনিক দেশতথ্য//১ আগষ্ট-২০২২//