খুলনায় ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য মুসাব্বির হোসেন খুলনার খালিশপুর জোনের পুলিশের সহকারী কমিশনারের দেহরক্ষী ছিলেন।
সোমবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে ঘটনাটি ঘটেছে।
খুলনা ট্রাফিক বিভাগের এটিএসআই জি এম খালিদুর রহমান বলেন, সকালে তিনি মিনাক্ষী সিনেমা হলের সামনে কর্মরত ছিলেন। সকাল পৌনে ১০ টার দিকে মুসাব্বির ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মিনাক্ষী সিনেমা হলের সামনে পৌছান। এ সময়ে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে মুসাব্বির রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের একটি চাকা তার শরীরের ওপর দিয়ে উঠে যায় এবং ঘাতক ট্রাকটি তাকে টানতে টানতে আনুমানিক ৭ গজ দুরে নিয়ে যায়।
সকালে মুসাব্বির ফায়ারিংয়ের জন্য ডাকাতিয়ার বিলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকের হেলপার আলম শেখকে আটক করা হয়েছে। তবে চালক ট্রাক রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আটক আলম শেখ পাবনার হেমায়েতপুর এলাকার জনৈক মোসলেম শেখের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেন তিনি।