খুলনায় ট্রেনের ধাক্কায় মো: আলামিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক রেলিগেট হামিদা মঞ্জিলের আনোয়ার মুন্সির ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মো: আলামিন রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয় ও বাম পায়ের ওপরদিয়ে ট্রেনের চাকা চলে যায়। শরীর থেকে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলামিনের মরদেহ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রেলওয়ে পুলিশ পরিদর্শক মোল্লা কবির আহমেদ বলেন, রেলিগেট এলাকার স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর জেনেছি। রাত সোয়া ১০ টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকার দিকে গিয়েছে, সম্ভবত ওই ট্রেনের ধাক্কায় আলামিনের মৃত্যু হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০২,২০২২//

Discussion about this post