Print Date & Time : 21 August 2025 Thursday 4:17 pm

খুলনায় দু’বোনকে সংঘবদ্ধ ধর্ষণ

খুলনার বটিয়াঘাটার ফুলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে শিশুর গলায় ছুরি ধরে খালাতো দু’ বোনের হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

আটককৃতরা হলো মুজাহিদ, আজিজুল ও নাঈম।

সোমবার (১৬ মে) সকালে বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মদ শাহ জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ একজনকে ও সম্ভবত র‌্যাব আরও ২ জনকে আটক করেছে। পুলিশি অভিযানে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার দু’ বোনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা র‌্যাব ৬ এর মুখপাত্র লেঃ ক‌র্ণেল মুহম্মাদ মোসতাক আহ‌মদ ব‌লেন, ধর্ষণের ঘটনা জানার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু ক‌রে। এ ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে ১৬ মে ভোর রা‌তে ব‌টিয়াঘাটার বি‌ভিন্নস্থা‌নে অ‌ভিযান পরিচালনা করে মুজা‌হিদ শেখ ও আ‌জিজুল মোড়ল ওর‌ফে মিশ‌রিয়া‌কে গ্রেপ্তার ক‌রা হয়েছে। র‌্যা‌বের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তারা ঘটনার সা‌থে জ‌ড়িতের কথা স্বীকার ক‌রেছে। ত‌বে এ ঘটনায় আরো কারা জ‌ড়িত তা জিজ্ঞাসাবা‌দে জানা যা‌বে।

তি‌নি আরও জানান, দুর্বৃত্তরা মূলত ওই বা‌ড়ি‌তে ধর্ষণের জন‌্যই গিয়েছিল। এরা লম্পট প্রকৃ‌তির, কোন রাজ‌নৈ‌তিক দ‌লের সদস‌্য নয়। ত‌বে অন‌্যান‌্যদের গ্রেপ্তা‌রে অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে ব‌লেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে শিশু বাচ্চার গলায় ছুরি ধরে খালাতো দু’ বোনকে হাত-মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

আর//দৈনিক দেশতথ্য//১৬ মে-২০২২//