খুলনার পূর্ব বানিয়াখামার রেজভীর গলি এলাকা থেকে হালিমা খাতুন (৪) নামে একটি শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে ওই শিশুটি নিখোঁজ হয়।
এর পর সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক খুঁজে তাকে না পেয়ে ওই দিন রাতেই শিশুটির বাবা খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছে। যার নং ৭০১।
স্থানীয়রা জানান, হালিমা খাতুন নগরীর পূর্ব বানিয়াখামার রেজভীর গলির জনৈক ইন্ডিয়ান বুড়ির বাড়ির ভাড়াটিয়া হালিম হাওলাদারের মেয়ে। দীর্ঘদিন তিনি ওই বাড়িতে শিশু কন্যা হালিমাকে নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনারদিন মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে চার বছর বয়সী শিশু হালিমা খাওয়া শেষে খেলার উদ্দেশ্যে ঘর থেকে পাশ্বর্তী একটি মাঠে যায়। এরপর হালিমার মা ময়না বেগম তাকে বহু খুঁজেও কোথাও পায়নি। পরবর্তীতে ওই এলাকায় শিশুটির নিখোঁজের ব্যাপারে মাইকিং সহ প্রতিবেশীদের বাড়িতে খবর পাঠানো হয়। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে রাতে তার বাবা খুলনা সদর থানায় নিখোঁজের ব্যাপারে একটি সাধারণ ডায়েরী করেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হানিফ জানন, খবর পেয়ে পুলিশ ঘটনার দিন রাতেই সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। সম্ভাব্য সকল জায়গায় ব্যাপক খোঁজা-খবর নেওয়া হয়েছে। ওই এলাকার ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির সন্ধানের ব্যাপারে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে দাবি করে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধিও লক্ষ্য করা হচ্ছে বলেও জানান তিনি।
আর//দৈনিক দেশতথ্য//১৪ জুলাই-২০২২//