Print Date & Time : 21 August 2025 Thursday 9:29 pm

খুলনায় পাঁচ রেল কর্মকর্তা টিকিট কালোবাজারী করে

ওই পাঁচজনের নামে জিডি করেছেন স্টেশন মাস্টার

রেলমন্ত্রী ঈদের আগে বয়ান করে বলে ছিলেন তাদের সিস্টেটেমে “রেলের টিকিট কালোবাজারী করার কোন সুযোগ নেই। কাজেই রেলের কেউ টিকিট কালোবাজারী করে এটা নিছকই গুজব।”এই গুজবকে আজব প্রমান করে টিকিট কলোবাজারী করে এমন পাঁচজন কর্মকর্তাসহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে জিডি করেছেন খুলনার স্টেশন মাষ্টার মানিক চন্দ্র সরকার।

বুধবার (১৮ মে) দুপুরে খুলনা জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ১৬ মে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সেখানে তিনি রেলের ৫ জন স্টাফের বিরুদ্ধে টিকিট কালোবাজারীর অভিযোগ তুলেছেন। তারা বিভিন্ন রাজনৈতিক নেতার নামে টিকিট নিয়ে কালাবাজারে বিক্রি করেন। অভিযোগের বিষয়টি আদালতের নির্দেশনা সাপেক্ষে তদন্ত করা হবে। ইতোমধ্যে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও  জানিয়েছেন তিনি।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জিডিতে উল্লেখ করেছেন, খুলনা আইডব্লিউ অফিস স্টাফ, দুইজন সহকারী স্টেশন মাস্টারসহ ৫ জন কর্মকর্তা এবং আরও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি সরাসরি টিকিট কালোবাজারীর সাথে জড়িত। তারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে ভুয়া টিকিটের চাহিদা দিয়ে সংগ্রহ করেন। টিকিট না পেলে বহিরাগত লোকদের ডেকে এনে সংঘবদ্ধ হয়ে মাস্টারকে হেনস্থা করার জন্য চাপ সৃষ্টিও করেন। তাদের টিকিটের চাহিদা এতোটা বেড়েছে যে টিকিট না পেলে স্টেশন ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধর করার মতো অপ্রীতিকর ঘটনা ঘটানোর পায়তারা করছে। প্রকৃত পক্ষে রেলে ভিআইপিদের জন্য টিকিট সংরক্ষণের ব্যবস্থা নেই। কিন্তু তারা সরকারি নির্দেশনা অমান্য করে এ কাজে লিপ্ত। বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে এবং স্টেশনের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এই জিডি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//মে ১৮,২০২২//