খুলনায় মোসা: ইয়াসমিন নামের প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (০৯ মে) রাতে তাকে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় সরকারি দরিদ্র ত্রান কার্ড এবং সরকারি আশ্রয়ন প্রকল্পের জমি ও ঘর দেয়ার নামে একটি প্রতারক চক্র অসহায় সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্রটি ইতোমধ্যে দরিদ্র জনসাধারণের মধ্যে
বেশ কিছু ভূয়া দরিদ্র ত্রান কার্ড প্রদান করেছে। এছাড়াও সরকারি আশ্রয়ন প্রকল্পের জমি ও ঘর দেয়ার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে।
সর্বশেষ প্রাপ্ত এমনসব তথ্যের ভিত্তিতে র্যাব সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোসা: ইয়াসমিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণার সাথে জড়িত থাকার দায় স্বীকার করেছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১০,২০২৩//