খুলনায় বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে স্বপন ব্যাপারী (৩০) নামের এক
যুবক খুন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্যাক্টরির পরিত্যক্ত
মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার
মৃত্যু হতে পারে। নিহত স্বপন ব্যাপারী রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম
মোস্তফা ব্যাপারীর ছেলে।
সোমবার (১০ এপ্রিল) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থায়নীয়রা জানায়, বন্ধ থাকা খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরির
পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন ও হোসেন গ্রুপের মধ্য
দ্বন্দ্ব চলে আসছে। রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে
কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে
ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের
লাশ উদ্ধার করেছে।
এব্যপারে খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল
মামুন জানান, সকালে স্বপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনও মামলা দায়ের করা হয়নি।
তবে ঘটনায় কে বা কারা জড়িত তাদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তারে পুলিশি
অভিযান অব্যাহত রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১০,২০২৩//