খুলনায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনায় নিহতের স্বামী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (০৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে লবণচরা থানার এস আই মো: সাইদুর জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ওই দম্পতি মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিল। একপর্যায়ে পেছন থেকে বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালকের স্ত্রী মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, ঘটনায় গৃহবধুর স্বামীও গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও গুরুতর। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক বাসটির চালক বাস নিয়ে জিরোপয়েন্টের দিকে চলে যায়। পরে পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ০৭,২০২৩//

Discussion about this post