Print Date & Time : 12 May 2025 Monday 9:04 pm

খুলনায় বিএনপির ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর,

খুলনায় পুলিশের দায়েরকৃত মামলায় মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (২৯ মে) সকালে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিকেলে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ আবেদন নামঞ্জুর করেন।

এদিকে একই মামলায় শনিবার রাতে খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ও ছাত্রদল নেতা ইজাবুর রহমান ইমুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাদের আদালতে আনা হলে আইনজীবীরা জামিনের আবেদন করলে তাদেরও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেয় আদালত।

আসামিপক্ষের আইনজীবী মোমরেজুল ইসলাম ও তৌহিদুর রহমান তুষার জানান, গত বৃহস্পতিবার বিএনপির ৪১ জন নেতাকর্মীর জামিনের আবেদন জানানো হয়। আদালত ওই দিন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেহানা ঈসাসহ ১২ জনের জামিন মঞ্জুর করেন। বাকি ২৯ জনের জামিনের শুনানির জন্য রোববার দিন ধার্য্য করেন আদালত। রোববার জামিনের পক্ষে তারা যুক্তি তুলে ধরেন। কিন্তু বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেননি।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ মে) খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে হামলা সংঘর্ষ ও পাল্টা হামলার পর সমাবেশ পন্ড হয়ে যায়। ঘটনার পর পুলিশের ওপর হামলার অভিযোগ এনে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে আরও ৮০০ জনের বিরুদ্ধে রাতে মামলাটি দায়ের করেন।