Print Date & Time : 11 May 2025 Sunday 2:07 am

খুলনায় বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্রের জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

খুলনায় বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত  হয়েছে। সোমবার (১৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমান খানের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

সভায় আগামী ২ আগস্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐ দিন সকালে খুলনার পাইকগাছায় আচার্য বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা,  বিজ্ঞানীর জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রস্তুতি সভায় পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//১৮ জুলাই-২০২২//