খুলনার কয়রায় আইসক্রিম কিনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্যারিস চন্দ্র গাইন(১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে। নিহত প্যারিস চন্দ্র ঐ গ্রামের কুলিন চন্দ্র গাইনের ছেলে ও শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা কুলিন চন্দ্র গাইন জানান, ভেজা শরীরে তার শিশু পুত্র ১২ টার দিকে আইসক্রিম কিনতে পার্শ্ববর্তী তাইজুল ইসলামের দোকানে যায়। এসময় দোকানে কাউকে না পেয়ে সে দোকানদারকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সে আইসক্রিম রাখা ফ্রিজের কাছে যায়। তারপর কি হলো তার কিছুই তিনি জানেন না। শুনেছেন তার ছেলেটাকে কারেন্টে ধরেছে।
এব্যাপারে কয়রা থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর খবর পেয়েছেন। তদন্তপূর্বক ওই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১৬,২০২২//

Discussion about this post