খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা বেগম নামের পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২ জন আহতের ঘটনা ঘটেছে। নিহত খাদিজা বেগম (৫৫) গিলাতলার ২নং বিহারী কলোনির জামিল আহমেদের স্ত্রী।
রোববার (১০ জুলাই) রাতে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো, মোটরসাইকেল চালক, ফুলতলা গাড়াখোলা এলাকার রহিম সরদার (২১) ও আরোহী একই এলাকার গালিব বিশ্বাস (১৮)।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত ৮ টার দিকে খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি এলাকায় খুলনা-যশোর মহাসড়ক পারাপারের সময় খাদিজা বেগমকে ফুলতলা থেকে দৌলতপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা তিনি মহাসড়কের উপরে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে নাক, মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। একইসঙ্গে মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিবও মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ধাক্কা লেগে তারাও গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক স্থানীয়া দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পর খাদিজা বেগমের মৃত্যু হয়।
আর//দৈনিক দেশতথ্য//১১ জুলাই-২০২২//

Discussion about this post