Print Date & Time : 22 August 2025 Friday 1:13 am

খুলনায় শিশু ধর্ষণে র‌্যাবের হাতে ধর্ষক গ্রেপ্তার

খুলনায় শিশু শিশু ধর্ষণ মামলায় ধর্ষক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২০ নভেম্বর) নগরীর লবনচরা থানাধীন রুপসা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত আসামি রাজু শেখ (২৪) নগরীর লবনচরা এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় গত ৪ নভেম্বর রাতে মোঃ রাজু শেখ নামের এক ব্যক্তি ১০ বছর বয়সী এক শিশুকে একা পেয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে আসামি ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ্ হয়ে পড়লে গত ১৯ নভেম্বর তাকে খুলনা মেডেকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।

ভিকটিমের পিতা বাদী হয়ে কেএমপি, খুলনার লবনচরা থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি র‌্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল অবহিত হওয়ার পর আসামি গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতাশুরু করে এবং অভিযান অব্যাহত রেখে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সর্বশেষ আসামিকে কেএমপি, খুলনার লবনচরা থানায় হস্তান্তর করা হয়েছে।